নেত্রকোনায় বাড়ির পেছনে খলাতে (ধান শুকানোর স্থান) ধান শুকানো নিয়ে দ্বন্দ্বে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ হলেন, কাশেম খান (৭০)। তিনি ছিলিমপুর গ্রামের রহিম খানের ছেলে।
এ নিয়ে কথা হলে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মৃতদেহ থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে চাচাতো ভাই সাদেক খানের খলাতে ধান শুকাতে যায় কাশেম খান। এ সময় সাদেক তার খলায় ধান শুকাতে দিতে কাশেম খানকে নিষেধ করেন। পরে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কাশেম খানের চোখে-মুখে জোরে ঘুষি মারেন সাদেক খান। এ অবস্থায় ঘুষিতে আহত কাশেম খানকে পরিবারের লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।