নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার উদ্যোগে দরিদ্রদের মাঝে ৭০টি ছাগল বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে পৌর ভবন মিলনায়তনে ছাগল বিতরণ করা হয়। এছাড়া দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন-পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, যুগ্মসম্পাদক বাবুল সাহা, সাংগঠনিক সম্পাদক দেবাশিস কুন্ডু মিটুল, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ, সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ, নড়াইল প্রেসক্লাব সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, কাউন্সিলর রেজাউল বিশ্বাস, শরফুল আলম লিটু, জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, নাজনীন সুলতানা রোজী, জেলা যুব মহিলা লীগের নেত্রী নাসিমা রহমান পলি, সঞ্চিতা হক রিক্তাসহ অনেকে।
দরিদ্র মানুষেরা ছাগল পেয়ে ভীষণ খুশি হয়েছেন। তারা বলেন, ছাগলগুলো লালন-পালন করে বড় করবেন। সংসারে স্বচ্ছলতা আনার চেষ্টা করবেন। পৌর মেয়র ভবিষ্যতেও এমন মানবিক কাজ অব্যাহত রাখবেন-এ প্রত্যাশা সবার। #