ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফরহাদ খান, নড়াইল | প্রকাশের সময় : শুক্রবার ২১ জুলাই ২০২৩ ০৪:০০:০০ অপরাহ্ন | দেশের খবর
নড়াইলের নড়াগাতী থানার উত্তর ডুমুরিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে শিশু নাবিলের (১৮ মাস বয়স) মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশু নাবিল ওই গ্রামের আনিসুর মোল্যার ছেলে।

শিশুটির পরিবার জানায়, শুক্রবার সকালে শিশু নাবিল বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর  নাবিলকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে বাড়ির পাশে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা বলেন, পুকুরের ডুবে শিশু মৃত্যুর ঘটনায় তাদের পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। #