নড়াইলে দু’টি পরিবহনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে শনিবার (২৯ এপ্রিল) বিকেলে ঈগল পরিবহনকে পাঁচ হাজার টাকা এবং লিটন পরিবহনে দুই হাজার জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, নড়াইল কাউন্টার থেকে যেসব যাত্রী উঠেন; তাদের কাছ থেকেও যশোর পর্যন্ত যে ভাড়া তা নেয়া হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশি ভাড়া নেয়ার সত্যতা পাওয়ায় এ জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে অন্য পরিবহন কাউন্টারদের সতর্ক করা হয়েছে। এ সময় বিআরটিএ’র ইন্সপেক্টর ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। #