ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নড়াইলে ৫ দফা দাবি শিক্ষকদের

ফরহাদ খান, নড়াইল : | প্রকাশের সময় : শুক্রবার ১১ মার্চ ২০২২ ০৭:২৬:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 

 

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা প্রদানসহ পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্যে নড়াইলে মাধ্যমিক স্তরের শিক্ষকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে নড়াইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন-জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধ্রব কুমার ভদ্র, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য দীলিপ সাহা, সদর উপজেলা শাখার সভাপতি প্রশান্ত কুমার দত্ত, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডল, নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র পাল, বল্লারটোপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, লোহাগড়া উপজেলার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন প্রমুখ।

শিক্ষক নেতৃবৃন্দ বলেন, আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শতভাগ উৎসব ভাতা প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ পাঁচদফা দাবি মেনে নিবেন।