বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নড়াইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৭ আগস্ট) দিনব্যাপী নড়াইল সদর উপজেলার বিছালীতে নজরুল চেতনার সংগঠন ‘ঘরামি ঘর’ এর উদ্যোগে কবি-সাহিত্যিকদের মিলনমেলা, আলোচনা সভা, কবিতা পাঠ, সম্মাননা স্মারক প্রদান ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ব্যতিক্রমী আয়োজনে পদ্মপাতায় খাবারের আয়োজন করা হয়।
যশোরের ভবদহ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জুবায়ের হোসেন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক।
কবি ও সাংবাদিক সৈয়দ খায়রুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-‘ঘরামি ঘর’ এর প্রতিষ্ঠাতা নজরুল গবেষক সাংবাদিক এইচ এম সিরাজ।
এ সময় উপস্থিত ছিলেন-বীরমুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল, শিক্ষাবিদ ওমর ফারুক, কবি আতিয়ার রহমান, কবি জাহানারা জানি, কবি সৈয়দ হাসমত আলী, কবি জালাল উদ্দিন আহমেদ, কল্যাণ মুখার্জী, স্মৃতিকণা নাগ, এমএম সোহেল রানা, চারণকবি বাবুল আহমেদ তরফদার, কবি এম বাবু চৌধুরী, কবি টুলু আলী গাজী, কবি মাহবুবুর রহমান মিঠু, সাপ্তাহিক সোনালী দিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এইচ এম আহসান বিপ্লব প্রমুখ।
অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে হাজারী লাল নাগ, গুণী শিক্ষা ও দক্ষ সংগঠক হিসেবে ওমর ফারুক, কবি জালাল উদ্দিন আহমেদ ও কবি টুলু আলী গাজীকে সম্মামনা স্বারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।