ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

পঞ্চগড়ে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস

মোস্তাক আহমেদ, পঞ্চগড় প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৫ জুন ২০২২ ০৩:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছ্।ে “একটাই পৃথিবী- বৃক্ষ প্রাণে প্রকৃতি প্রতিবেশ-আগামী প্রজন্মের টেকশই বাংলাদেশ” এই স্লোগান নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে ও পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায়  রবিবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান সড়ক ধরে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।   

বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।  আলোচনায় স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, পরিবেশ কর্মী, পরিবেশ বিষয়ক সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন, পঞ্চগড়, কারিগর, নাট্যদল ভূমিজ, সবুজ আন্দোলন, ক্লিন রিভার বাংলাদেশ, বিডি ক্লিনের কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশ্ব পরিবেশ দিবসের ভূমিকা ও পঞ্চগড় জেলার পরিবেশ সংকট ও সম্ভাবনা বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ ইউসুফ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন মোঃ রকিবুল হাসান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, বিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবায়ের ইসলাম বাদল প্রমুখ ।