ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

পশ্চিম সুন্দরবনে বিজিবি কর্তৃক বিরল প্রজাতির মদনটাক পাখি অবমুক্তকরণ

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) : | প্রকাশের সময় : রবিবার ৪ অগাস্ট ২০২৪ ০২:৩৪:০০ অপরাহ্ন | খুলনা
পশ্চিম সুন্দরবনে নীলডুমুর ১৭ বিজিবি কর্তৃক বিরল প্রজাতির চারটি মদনটাক পাখি অবমুক্তকরণ।

পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর ১৭ বিজিবি কর্তৃক বিপন্ন প্রায় বিরল প্রজাতির চারটি মদনটাক পাখি অবমুক্তকরণ হয়েছে।

 

বিজিবি সুত্রে প্রকাশ, বিরল প্রজাতির মদনটাক পাখি পাচারকালে চুয়াডাংগা ব্যাটালিয়ন ৬বিজিবি কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বরত ঠাকুরপুর বিওপির সীমান্ত এলাকা হতে ৩১ জুলাই মালিকবিহিন অবস্থায় ৪ টি মদনটাক পাখি উদ্ধার করেন।

 

উদ্ধারকৃত পাখি গুলি সুন্দরবনে অবমুক্তকরণের নিমিত্তে রিজিয়ন সদর দপ্তর যশোরের মাধ্যমে নীলডুমুর ১৭ বিজিবি কর্তৃক সংগ্রহ করা হয়।

 

 জানা যায় উল্লেখ্য মদনটাক পাখি গুলি জলচর পাখি। জলাভূমিতে বিচরণরত অন্যান্য জলচর পাখির সাথে এর মিল রয়েছে। সাধারণত এটি একাকি চলাফেরা করতে ভালবাসে। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এদের দেখা মেলে। বাংলাদেশের ম্যাগ্রোভ ফরেস্ট সুন্দরবনে এরা বসবাস করে। বিগত কয়েক বছর ধরে এদের সংখ্যা কমে যাচ্ছে। যার ফলে আইইউসিএন কর্তৃক এদের বিপন্ন বলে ঘোষণা করেছেন। এই পাখি সাধারণত বিলের কোনো কাছে বা নদীর কোন মোহনায় বসবাস করে থাকে। বিপন্ন এই মদনটাক পাখিটিকে স্থানীয়ভাবে অনেকে হারগিলাও বলে থাকে।

 

বন্য প্রাণি রক্ষার নিমিত্তে শনিবার (৩ আগষ্ট) বেলা ১২টায় নীলডুমুর ১৭ বিজিবির  অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সানবির হাসান মজুমদার কর্তৃক পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরারেঞ্জের আওতায় কলাগাছিয়া নামকস্থানে বিরল প্রজাতির চারটি মদনটাক পাখি অবমুক্ত করেন। পাখি অবমুক্তকরণের সময় নীলডুমুর ১৭বিজিবির কর্মকর্তাবৃন্দ ও আরবিজিবির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের কলাগাছিয়া বনটহল ফাঁড়ির ইনচার্জ মোঃ স্বাদ আল জামি সহ অন্যান্য বনকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




সবচেয়ে জনপ্রিয়