ঢাকা, বুধবার ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ই ফাল্গুন ১৪৩১

পূর্বে শিক্ষা ব্যবস্থায় ফিরে আসলেই শিক্ষার আলো ফুটে উঠবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক

মিজান লিটন,চাঁদপুর | প্রকাশের সময় : শনিবার ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ০৬:৩৯:০০ অপরাহ্ন | দেশের খবর

চাঁদপুরে আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে দক্ষিণ গুনরাজদী আনোয়ারা ইসলাম দক্ষিণ মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, তিনি বলেন, শিক্ষা জাতীর মেরুন্ড, শিক্ষার মধ্যে কোন ভেদাভেদ নেই।

বিগত সরকার শিক্ষার মান ভেঙ্গে দিয়েছিল। আল্লাহর রহমতে আবার পূর্বের ন্যায় ফিরে এসেছে। আমাদের সময়ে যে শিক্ষা ব্যবস্থা ছিলে আমি চাই সেই সময়টাতেই ফিরে আসুক তাহলেই শিক্ষার আলো ফুটে উঠবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক, এড. মোঃ সেলিমউল্লা সেলিম, পৌর বি.এন.পির  আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, চাঁদপুর পৌর বি.এন.পির, সদস্য সচিব এড হারুনুর রশিদ, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষক, শিক্ষার্থীগণ।

 

বায়ান্ন/এসএ