এইচ এম রিপন প্রায় দীর্ঘদিন গান লিখেছেন। তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ চলচ্চিত্র, নাটক মিলে প্রায় ৪০০শ এর অধিক গান লিখেছেন। গীতিকার হিসেবেই তাকে এতদিন আমরা জেনেছি। তবে এবারের বই মেলায় তার প্রথম কবিতার বই ‘তবুও বলা হয়নি ’ প্রকাশ হতে যাচ্ছে। লেখালেখিতে তিনি নতুন নন, তবে সাহিত্যের পদচারনায় এই আত্মপ্রকাশ।
রিপন ছাত্র জীবন থেকেই পত্রিকায় লেখালেখি করতেন। তিনি বাংলাদেশ, ভারত মিলে ১০ টি মুভিতে গান লিখেছেন। এছাড়াও ২০ টির মতো নাটকে গান লিখেছেন।
তার লেখা অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তবে তিনি এবারই প্রথম কবিতার বই ‘তবুও বলা হয়নি ’ প্রকাশ করেছেন।
তিনি বই সর্ম্পকে বলেন, এবারের অমর একুশে বই মেলায় আমার প্রথম কবিতার বই ‘তবুও বলা হয়নি ’ প্রকাশিত হতে যাচ্ছে। এটা নিয়ে আমি খুবই উচ্ছশিত। আমার বইটি এবারের বই মেলায় সোনামনি প্রকাশনিতে পাওয়া যাবে। আশাকরি বইটি পড়ে কেউ আশাহত হবেন না। আমাদের সাহিত্যকে বাঁচিয়ে রাখতে হলে বই পড়ার বিকল্প নেই। বই পড়ে কেউ ক্ষতিগ্রস্থ হয় না।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ