ঢাকা, শনিবার ১১ মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১
শিশু একাডেমির ‘চলো মুক্তিযোদ্ধা সাজি’ প্রতিযোগিতায়

প্রথম বিভাগের বিজয়ী সরিষাবাড়ীর রেদোয়ান সিদ্দীক

কামরুল হাসান, জামালপুর : | প্রকাশের সময় : সোমবার ২৫ ডিসেম্বর ২০২৩ ০৭:৫১:০০ অপরাহ্ন | দেশের খবর

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার প্রতিভাময়ী শিশু এইচএম রেদোয়ান সিদ্দীক প্রথম বিভাগের সেরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে। সে ঢাকার নভেলটি স্কুল এন্ড কলেজের নার্সারী শ্রেণির ছাত্র।

জানা যায়, বাংলাদেশ শিশু একাডেমি মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের অংশগ্রহণমূলক ‘চলো মুক্তিযোদ্ধা সাজি’ প্রতিযোগিতার আয়োজন করে। তাই দেশের বিভিন্ন বিভাগের জন্য শিশুদের নিকট মুক্তিযুদ্ধের উপর কয়েকটি শর্ট ভিডিও পাঠাতে বলা হয়। এতে প্রথম বিভাগের পাঁচ সহস্রাধিক শিশু ভিডিও ক্লিপ পাঠায়। শিশু একাডেমির বিচার বিশ্লেষণে প্রথম বিভাগের প্রতিযোগী এইচএম রেদোয়ান সিদ্দীক সেরা হওয়ার গৌরব অর্জন করে। তার মায়ের পরিকল্পনা ও বাবার নির্দেশনা এবং ভাই-বোনদের সহযোগিতা এ কৃতিত্বের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। সে সকলের নিকট দোয়া কামনা করছে। রেদোয়ান জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলাধীন মহাদান ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের এডভোকেট মোজাম্মেল হক ও ব্যাংক কর্মকর্তা সুফিয়া বেগমের দ্বিতীয় সন্তান।