শিবচরে শনিবার রাতে শারদীয় দূর্গাৎসবের মহাসপ্তমির রাতে জনপ্রিয় কন্ঠশিল্পী ইমরান মাহমুদের কনসার্টে মুগ্ধতা ছড়ায়। কয়েক হাজার ভক্ত শিবচর সার্বজনীন রাধা গোবিন্দ জিউর মন্দিরের এ কনসার্টে জড়ো হয়। গভীর রাত পর্যন্ত চলে এ কনসার্ট।
এ উৎসবের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ মোল্লা, পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার রাব্বানী হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, ওসি সুব্রত গোলদার প্রমুখ।
উৎসবে মা দূর্গা সাজ প্রতিযোগিতায় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আনুষ্কা দাস ও অন্যান্য দেব দেবতা সাজ প্রতিযোগিতায় বন্ধন পাল চ্যাম্পিয়ন হয়ে স্বর্নের লকেট( সৌজন্যে:অপূর্ব জুয়েলার্স) জিতে নেন।
একইদিন চীফ হুইপ শিরুয়াইল দুর্গা মন্দির, উমেদপুর রামরায়েরকান্দি দূর্গা মন্দিরের পূজারিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও চীফ হুইপ দত্তপাড়ায় জেলা পরিষদের আনিছউদ্দিন চৌধুরী ডাকবাংলো-র উদ্বোধন, শিরুয়াইলে ইসলামিয়া আলীম মাদ্রাসার ভবন উদ্বোধন,নিলখীর চরকামারকান্দি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, নিলখীর ইলিয়াস আহমেদ চৌধুরী সেতুর ভিত্তিপ্রস্তর করেন।
প্রধান অতিথি চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এত বড় অনুষ্ঠানের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায় সকলের ধর্ম সবাই ভালভাবে নিরাপদে আনন্দে পালন করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাই।