ঢাকা, রবিবার ৯ ফেব্রুয়ারী ২০২৫, ২৭শে মাঘ ১৪৩১

ফরিদপুরে বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে আপেল কুল

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর | প্রকাশের সময় : মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪ ০২:৫৩:০০ অপরাহ্ন | দেশের খবর

ফরিদপুর জেলার  বিভিন্ন ফলের দোকানে পাওয়া যাচ্ছে টাটকা সুস্বাদু ও পুষ্টিকর ফল আপেল কুল। দেখতে হলুদাভ ও লালচে হলুদাভ রঙের এই কুলের স্বাদ ও গন্ধ অনেকটা আপেলের মতো। তবে বিভিন্ন কারণে বাজার মূল্যের দামে রয়েছে ভিন্নতা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জেলার বিভিন্ন বাজারে গিয়ে এসব কুলের দেখা গেছে। 

শুভ সরকার নামের এক ক্রেতা বলেন, অগ্রীম ফল কুল (বরই) বিক্রেতারা দু'শ টাকা প্রতি কেজি দাম বেশি চাচ্ছে। তারপরও শীতের নতুল কুল হিসেবে বাড়ির জন্য এক কেজি কিনলাম।

স্কুল ছাত্র সুজিত বলেন, আপেল কুল খেতে চমৎকার কিন্তু মা সরস্বতী পূজা না হওয়ার পর্যন্ত আমারা মুখে দিব না, এই পূজা না হওয়ার পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের কোন শিক্ষার্থী মুখে দিবে না।

ফল বিক্রেতা হাসেম আলী বলেন, কয়েক দিন থেকে এসব কুল বাজারে আসা শুরু হয়েছে। চাহিদা কম তাই দাম কিছুটা বেশি। কিছুদিন পর চাহিদা বাড়লে দাম হাতের নাগলে থাকবে বলে আশাবাদী। 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ