ঢাকা, রবিবার ১২ মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১

ফুলবাড়ীয়ায় নির্বাচনি প্রচারণায় নৌকাকে টেক্কা দিচ্ছে ট্রাক

মোঃ হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) : | প্রকাশের সময় : শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ ০৬:২২:০০ অপরাহ্ন | দেশের খবর

ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে নির্বাচনি প্রচার-প্রচারণা জমে উঠেছে। এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট। তাকে টেক্কা দিতে স্বতন্ত্র হয়ে ‘ট্রাক’ প্রতীকে নির্বাচন করছেন ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার। দুই প্রার্থী নিজেদের প্রতীকে ভোট চেতে কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। প্রতীক বরাদ্দের পরই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফুলবাড়ীয়ায় শুরু হয়েছে প্রচারণা। যদিও আওয়ামীলীগ দলীয় সরকারের অধীনে এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে না বৃহৎ দল বিএনপি সহ কয়েকটি দল। একারণে এবার নৌকার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করছেন আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী। এই সব স্বতন্ত্র প্রার্থী গলার কাঁটা হতে পারে আওয়ামীলীগের নৌকার। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে ‘ট্রাক’ প্রতীকে ভোট চান আলহাজ্ব আব্দুল মালেক সরকার। ভোটারদের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিতে দেখা যায় তাকে। এদিকে, এই নির্বাচনকে ঘিরে নানা প্রতিশ্রুতির ভান্ডার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। কর্মী-সমর্থকরা মিছিল- মিটিংয়ে উজ্জ্বীবিত হয়ে ওঠেছে। নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচার- প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ছেন তারা। এরই মধ্যে ভোটারদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ। বিশেষ করে নৌকা, ট্রাক প্রতীক প্রার্থীদের নিয়ে আলোচনা তুঙ্গে ওঠেছে। তবে ওই  স্বতন্ত্র প্রার্থী ভোটের মাঠে সরব থাকায় নৌকার প্রার্থী অনেকটাই বেকায়দায় আছেন বলে একাধিক সুত্রে জানা গেছে।  প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে প্রচারণায় উৎসব মুখর পরিবেশ করে রেখেছেন গোটা নির্বাচনী এলাকা। নিজেদের কর্মদক্ষতা আর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন তারা উভয়ই। চলছে পথসভা, উঠান বৈঠক, খন্ড খন্ড মিছিল-মিটিং, কুশল বিনিময়, পোস্টার-লিফলেট বিতরণ। আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন বলেন, দেশের মানুষ এখন নৌকা ছাড়া অন্য কোথাও ভোট দিতে চায় না। প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন, জনগণ আমার পাশে আছেন। আমি ইনশাআল্লাহ আমিই জয়ী হবো। স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আব্দুল মালেক সরকার বলছেন, আমি দুঃসময়ে জনগণের পাশে ছিলাম। নিজ উদ্যোগে তৃণমূল হতে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের পাশে ছিলাম। এবার প্রধানমন্ত্রীই নির্বাচন করার অনুমতি দিয়েছেন। তাই স্বতন্ত্র হয়ে মাঠে আছি। তিনি আরো বলেন, সে ৬বার সংসদ সদস্য হয়েও ফুলবাড়ীয়ায় তেমন কোন উন্নতি করতে পারে নাই। উন্নতি হয়েছে তার ফ্যামেলীর। ফ্যামেলীতান্ত্রিক এমপি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাই ফুলবাড়ীয়ার উপজেলায় ট্রাক মার্কার জোয়ার উঠেছে। তাই ৭ জানুয়ারি ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়ী করবেন আশা করি।