ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২২ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে শহরের ট্রাংক রোডস্থ রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে নির্বাচন কমিশনার এডভোকেট এম শাহাজাহান সাজু, আমীর হোসেন,তৌহিদুল ইসলাম তুহিন সহ বিগত কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।
নির্বাচনে প্রত্যেকটি পদে একক প্রার্থী হওয়ায় দৈনিক ফেনীর সময়ের সম্পাদক শাহাদাত হোসেনকে সভাপতি ও এটিএন নিউজের ফেনী জেলা প্রতিনিধি দিদারুল আলম দিদারকে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট এম শাহাজাহান সাজু। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায়
সহ-সভাপতি পদে পাক্ষিক মসিমেলা সম্পাদক এডভোকেট ইসমাইল হোসেন সিরাজী,সহ-সাধারণ সম্পাদক পদে ইনকিলাব প্রতিনিধি ওমর ফারুক, কোষাধ্যক্ষ পদে বণিক বার্তা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, দফতর সম্পাদক পদে মোহনা টিভির ফেনী প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে কৃষাণ মোশাররফ, ও কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, দৈনিক নয়া পয়গামের সম্পাদক এনামুল হক পাটোয়ারী, দৈনিক ফেনীর সময়ের নির্বাহী সম্পাদক ও দৈনিক নয়া শতাব্দীর ফেনী প্রতিনিধি আলী হায়দার মানিক ও দৈনিক বাংলাদেশের আলোর ফেনী প্রতিনিধি মোঃ আবু জাফর নির্বাচিত হন।
এছাড়াও কমিটির সাধারণ সদস্য পদে রয়েছেন দৈনিক জনকণ্ঠ ও এনটিভির ফেনী প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল, দৈনিক সমকালের ফেনী জেলা প্রতিনিধি শাহাজালাল রতন, দৈনিক যুগান্তরের ফেনী জেলা প্রতিনিধি যতন মজুমদার, দৈনিক ভোরের কাগজের শুকদেব নাথ তপন, একাত্তর টিভির ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু, বেতারের আবুল কাশেম চৌধুরী ও দৈনিক স্টার লাইনের মাঈন উদ্দিন
নির্বাচন শেষে প্রাক্তন কমিটি ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বিদায় ও বরণ করে নেয় উপস্থিত সাংবাদিক ও অতিথিবৃন্দরা।