ঢাকা, বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯শে কার্তিক ১৪৩১

ফেনীতে পলিথিন কারখানায় অভিযান, জরিমানা আদায়

এমরান পাটোয়ারী, ফেনী | প্রকাশের সময় : রবিবার ১০ নভেম্বর ২০২৪ ০৩:২৪:০০ অপরাহ্ন | দেশের খবর

ফেনীতে পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ৭ মণ পলিথিন জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম এই অভিযান চালান। 

জানা গেছে, শহরের রামপুর শাহীন একাডেমি রোড়ে অবস্থিত অয়ন প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে ২৩৬ কেজি নিষিদ্ধ পলিথিন/পলিপ্রপাইলিন ব্যাগ জব্দ ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই প্লাস্টিক কারখানার মালিক নাজমুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ল্যাব এটেনডেন্ট সাইফুল করিম রমি ও নমূনা সংগ্রহকারী জাহাঙ্গীর আলম ও জেলা পুলিশ সহযোগিতা করেন। 

এ সময় পলিথিন ব্যবহার না করার জন্য দোকানদার, ক্রেতা, বিক্রোতা সবাইকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। 

পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বায়ান্ন/প্রতিনিধি/একে