গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগরা এলাকায় বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট এর দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে অ্যাপারেল প্লাস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় লেনে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে নগরীর ভোগরা এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে তারা সড়কে যানচলাচল বন্ধ করে দেয়। এতে দুর্ভোগে পড়েছেন সড়কে চলাচলকারী হাজারো যাত্রী-চালক। যানযট থেকে রেহাই পেতে অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছেন গন্তব্যে।
আন্দোলনরত শ্রমিক নাজমা জানায়, আমাদের জুলাই মাসে বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট না দিয়ে হঠাৎ কারখানা বন্ধ ঘোষণা করেছে। আমরা আমাদের পাওনা না পাওয়া পর্যন্ত সড়ক থেকে উঠবোনা। আজকে মাস শেষ কালকে থেকে বাড়িওয়ালা ঘর ভাড়ার জন্য তাগাদা দিবে সন্তানদের স্কুল-কলেজে বেতন দিতে হবে। আমরাই কি খাবো তাদেরকেই বা কি খাওয়াবো? প্রশ্ন তার।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন এর গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম বলেন, কারখানাটি শ্রমিকদের বেতন না দিয়ে বন্ধ ঘোষণা করেছে মালিক। শ্রমিকদের কিছু বকেয়া বেতন রয়েছে। কারখানা বন্ধকালীন যে ক্ষতিপূরণ (সার্ভিস বেনিফিট) সহ সকল পাওনা তোলার জন্য চুড়ান্ত আন্দোলন করছে তারা। শ্রমিকেরা আজ সন্ধ্যায় মহাসড়কে নেমেছে।
রাত সাড়ে নয়টায় গাজীপুর শিল্প পুলিশ পরিদর্শক (ভোগরা-মীরেজবাজার জোন) মো. হাবিল বলেন, ভোগরায় অ্যাপারেলস প্লাস লিমিটেড কারখানায় আন্দোলন চলছে। শ্রমিকেরা মহাসড়ক বন্ধ করে রেখেছে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, সন্ধ্যা ছয়টা থেকে ভোগরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকেরা। এখন পর্যন্ত মহাসড়ক বন্ধ আছে।