ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

বগুড়া জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা পেলেন ১০জন

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২০ জুন ২০২২ ০৮:২৯:০০ অপরাহ্ন | দেশের খবর

সংস্কৃতির ক্ষেত্রে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরুপ-২০২০ ও ২০২১ বগুড়ায় জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা পেলেন জেলার ১০ গুণী শিল্পী। রবিবার সন্ধ্যা একামেডির মিলনায়তনে এ আয়োজন করা হয়। এ উপলক্ষে সম্মাননা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথির প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট সালাহউদ্দিন আহমেদ।  জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: মোতাহার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না। 

সম্মাননা- ২০২০ প্রাপ্ত গুণী শিল্পীরা হলেন-শ্রী গুরুদাস পোদ্দার (কণ্ঠসংগীত), সৈয়দ আশিক হোসেন (নৃত্যকলা), শফিউল আযম কমল (ফটোগ্রাফি), সাদেকুর রহমান (নাট্যকলা), শচীন্দ্র নাথ পাল (যাত্রাশিল্প) এবং সম্মাননা ২০২১ প্রাপ্ত গুণী শিল্পীরা হলেন- ইবনে খালদুন রাজন (কণ্ঠসংগীত), বিমল কবিরাজ (যন্ত্রসংগীত), মো. আব্দুর  রহিম (চারুকলা), খলিলুর রহমান (নাট্যকলা) ও মোছা. সুলতানা পারভীন (আবৃত্তি)। অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত গুণী শিল্পীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রত্যককে দশ হাজার টাকার চেক, মেডেল, উত্তরীয় ও সনদপত্র প্রদান করা হয়। সম্মাননা প্রদান শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, অভিভাবকমণ্ডলী, সাহিত্যিক, সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মীসহ বগুড়ার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফুর্ত ভাবে অনুষ্ঠানটি উপভোগ করেন।