বগুড়ার শাপলা খাতুন নামে (২০) এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার পারধুনট গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার সকালে নিজ শয়ন ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শাপলার শ্বশুর আজিজ সরকার জানান, ছেলে আলমগীর হোসেন জীবিকার তাগিদে বাড়িতে স্ত্রী সহ ৪ মাসের শিশু সন্তান রেখে ঢাকা রিক্সা চালায়। প্রতিদিনের মতো শাপলা খাতুন বুধবার রাতে খাবার খেয়ে শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ডাকাডাকি করে দরজা না খোলায় সন্দেহ হয়। পরে ঘরের বেড়া কেটে ভিতরে গিয়ে শাপলাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ শাপলার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ধুনট থানার ওসি তদন্ত রাজ্জাকুল ইসলাম জানান, আলমগীরের পরিবার থেকে জানানো হয় শাপলা খাতুন বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। লাশের সুরতহাল রির্পোটে গলায় আঘাতের চিহ্ন থাকায় বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। এ কারনে শাপলার লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহামান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রির্পোটে মৃত্যুর রহস্য জানা যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।