ঢাকা, বুধবার ১ জানুয়ারী ২০২৫, ১৮ই পৌষ ১৪৩১

বগুড়ার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান গুলো ভালো করার ধারবাহিকতা বজায় রেখেছে

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ২৮ জুলাই ২০২৩ ০৭:০৭:০০ অপরাহ্ন | দেশের খবর

এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও বগুড়ার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান গুলো ভালো করার ধারবাহিকতা বজায় রেখেছে। শহর ও শহরতলির নামি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পাশের হার প্রায় শতভাগ। জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রেও বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠান গুলো এগিয়ে রয়েছে। 

বগুড়া জিলা স্কুল থেকে এবার ২২৭ জন পরীক্ষা দিয়ে জিপিএ৫ পেয়েছে। পাশের হার শতভাগ। বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২২৩ জন। এখানেও পাশের হার শতভাগ।

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে ৩২৩ জন পরীক্ষার্থীর সকলেই পাশ করেছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩০২ জন। বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ থেকে এবার পরীক্ষার্থী ছিলো ৪৫০ জন।

শতভাগ পাশের হার নিয়ে এই প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পেয়েছে ৩৯৬ জন। বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজের ৩৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশের হার শতভাগ। জিপিএ ৫ পেয়েছে ৩২৯ জন।

বগুড়া আরডিএ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ থেকে এবার পরীক্ষার্থী ছিলো ২৪৪ জন। শতভাগ পাশের হার নিয়ে এখান থেকে জিপিএ ৫ পেয়েছে ২১৫ জন। বগুড়া এসওএস হারম্যান মেইনার স্কুল এন্ড কলেজে ৫৬ জন পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে ৪৬ জন।

পাশের হার শতভাগ। বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে এবার ৩১৫ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ২০১ জন। বগুড়া অন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোও এবার জিপিএ ৫ প্রাপ্তি ও পাশের হারের ক্ষেত্রে ভালো