ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

বগুড়ার মহাস্থানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ জুন ২০২২ ০৮:০৯:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থাগড় এলাকার জিয়ৎ কুন্ডু  এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজুতে প্রেরণ করা হয়েছে।

আটকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার চল্লিশছত্র  ঘুঘারপাড়া গ্রামের  মৃত: হাছেন মন্ডলের ছেলে রুবেল হোসেন (৪০) ও তার ভাই মোজাফ্ফর হোসেন (৫০), ময়দানহাট্টা ইউনিয়নের জামালপুর গ্রামের  মৃত: তমিজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪৫), বগুড়া জেলার গাবতলী থানার সাবেকপাড়া পীরগাছা গ্রামের  তোতা প্রামানিকের ছেলে মিঠু প্রামানিক, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ঘোরামারা ফাঁসিতলা  গ্রামের  দেলোয়ার শেখের ছেলে রাশেদ শেখ (৩০)। 

আটকৃতদের নিকট থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি দা, ১টি হাসুয়া, ২টি লোহার রড, ১টি হাতুড়ি জব্দ করে পুলিশ।  

থানা সূত্রে জানা যায়, গত ১মে রাত সাড়ে ১১টায় উপজেলার মহাস্থান এলাকায় অভিযান পারিচালনা করে ৫ আটক করা হয়। 

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, গ্রেফতারকৃতরা ডাকাত দল আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। মহাস্থান জিয়ৎ কুন্ডু এলাকায় ডাকাতির প্রস্তুতির কালে তাদেরকে গ্রেফতার হয়। আটকৃতদের জেল হাজুতে প্রেরণ করা হয়েছে।