ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

বগুড়ার মুক-বধির বিদ্যালয়ের বহুতল ভবন ও হাসাপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ৩ জুন ২০২২ ০৮:৫১:০০ অপরাহ্ন | দেশের খবর

শুক্রবার দুপুরে বগুড়া মূক-বধির বিদ্যালয়ের বহুতল ভবন ও হাসপাতাল নিমার্ণের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে। জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রধান অতিথি হিসাবে বহুমুখী এই নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

শহরের কলোনী এলাকায় মূক-বধির বিদ্যালয় চত্বরে ফলক উন্মোচনের পর বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্মান কাজের বিস্তারিত লক্ষ্য তুলে ধরে বলা হয়, অত্যাধুনিক হাসপাতাল ও বহুতল ভবন নির্মানের মাধ্যমে বগুড়ায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষাসুবিধা আরো সমৃদ্ধ হবে। স্কুল ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তছলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ডা.মকবুল হোসেন, বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজাউল আলম জুয়েল, বগুড়া সদর স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসনে মিন্টু, বগুড়া ডায়াবেটিক হাসপাতালের সভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, গাবতলি উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিনেওয়াজ খান রবিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, মুক- বধির বিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝ নয়, তারা সমাজের সম্পদ। বগুড়া মুক বধির বিদ্যালয়ের বর্তমান উন্নয়ন অব্যাহত থাকলে এটি একদিন প্রতিবন্ধীদের অন্যতম উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানে পরিণত হবে। পরে বিকালে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন শহরের সাতমাথায়  বিএনপি জামায়াত জোটের অপরাজনীতির প্রতিবাদে বগুড়া জেলা যুবলীগ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। সমাবেশ বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের সাংগাঠননিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক এবং প্রধান বক্তা ছিলেন আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক বিশ^াস মুতিউর রহমান। জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত যুবসমাবেশ পরিচালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। এতে জেলা আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখন।