ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

বগুড়ার মোকামতলায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শুক্রবার ৯ জুন ২০২৩ ০৬:৪০:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার শিবগঞ্জে ট্রাক চাপায় ৭০ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মোকামতলা বন্দরে বগুড়া-রংপুর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম হজো আলী মোন্না(৭০)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামের বাসিন্দা।

 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় হজো আলী মোন্না মোকামতলা হাটে বাজার করার জন্য আসেন। বগুড়া-রংপুর মহাসড়কের পূর্ব থেকে পশ্চিম পাশে পার হওয়ার সময় রংপুর দিক থেকে আসা বগুড়াগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

 

মোকামতলা ট্রাফিক ফাঁড়ির ইনচার্জ হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। মরদেহ স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে গেছে।

 

মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব সবুজ বলেন, ফুট ওভার ব্রীজ ও আন্ডারপাস না থাকায় মোকামতলা বন্দরে বারবার এমন দূর্ঘটনা ঘটছে। অতিদ্রুত সড়ক দূর্ঘটনা রোধে পদক্ষেপ না নিলে এমন ঘটনা ঘটতেই থাকবে।