ঢাকা, বুধবার ৪ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

বগুড়ার র‌্যাবের অভিযানে ২টি কষ্টি পাথরের মুর্তিসহ আটক ৪

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১ ডিসেম্বর ২০২১ ০৫:১০:০০ অপরাহ্ন | গণমাধ্যম

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গ্রাম থেকে র‌্যাব ২টি কষ্টি পাথরের মুর্তিসহ ৪ জনকে গ্রেফতার করেছে। মুল্যবান এই মুর্তি দেশের বাইরে পাচার করার প্রক্রিয়া চলছিলো বলে র‌্যাব জানায়। গ্রেফতারকৃতরা হলো- মন্টু রবিদাস(৫৫), আব্দুল মাসুদ (৪০), দীলিপ দাস(৩২) ও সফিকুল ইসলাম(৫৮)। 

বুধবার র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প জানায়, গোপন সুত্রে খবর পেয়ে ২৯ নবেম্বর তাদের একটি টিম নন্দীগ্রামের দাড়িয়াপুর হারিয়াল পাড়া গ্রামে অভিযান চালায়। সেখানকার মন্টু রবিদাসের বাাসা থেকে ৩৬ ও ১৩ কেজি ওজনের দু’টি কষ্টি পাথরের মুর্তিসহ ৪ জনকে আটক করা হয়। র‌্যাব বগুড়া ক্যাম্প জানিয়েছে, গ্রেফতারকৃতদের মঙ্গলবার বগুড়ার নন্দীগ্রাম থানায় সোর্পদ করা হয়েছে। কষ্টি পাথরের মুর্তি দ’ুটি ভারতে পাচারের জন্য নন্দীগ্রামের রবিদাসের বাড়িতে রাখা হয়েছিলো বলে র‌্যাব জানিয়েছে।