শনিবার প্রকাশ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাবরুল মাথাইল চাপর এলাকায় পারভেজ তালুকদার(৪২) নামে এক কলেজ শিক্ষক খুন হয়েছেন। তিনি বগুড়া সদরের কৈচর এলাকার বি এম কলেজ নামে একটি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
পুলিশ জানায়, বেলা ১১ টার দিকে সাবরুল তালকুদার পাড়ার মুনছুর রহমানের ছেলে শিক্ষক পারভেজ তালুকদার মটরসাইকেল নিয়ে শহরের দিকে আসছিলেন। পথে মাথাইল চাপর এলাকায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তিনি দৌড়ে পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেয়ার চেস্টা করলে সেখানেই হামলাকারীরা তাকে উপর্যপরী কুপিয়ে ফেলে রেখে যায়। হামলাকারীরা হেলমেট পরিহিত অবস্থায় হামলা চালায়। পরে পারভেজ তালুকদারকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাজাহানপুর থানার ওসি জানিয়েছেন, পুর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড ঘটতে পারে। এব্যাপারে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, অত্যান্ত গুরত্বের সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে এবং হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেফতার করতে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।