বগুড়ার শাজাহনপুর থেকে র্যাব ৯টি সন্ধি কাছিমসহ ৩ ব্যক্তিকে আটক করেছে। কাছিম(কচ্ছপ) গুলো কুমিল্লা এলাকা থেকে বাসে নীলফামারী নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃতরা হলো-সুবাস চন্দ্র রায়(৩৫), মানিক রায়(২০) ও প্রদীপ রায়(৩৫)। তাদের বাড়ি নীলফামারীর ডোমার এলাকায়। র্যাব জানিয়েছে উদ্ধারকৃত কচ্ছপ গুলো বন্যপ্রানী আইনে(সংরক্ষন ও নিরাপত্তা) ধরা, বহন ও বিক্রয় আইনত ভাবে অবৈধ।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে নীলফামারী গামী বিপুল এন্টার প্রাইজ নামে একটি বাসে তল্লাশী চালনোর সময় কচ্ছপ গুলো পাওয়া যায়। কচ্ছপ গুলো প্লাস্টিকের বালতির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় ৩ জনকে আটক করা হয়। পরে সামাজিক বন বিভাগের একটি টিম উদ্ধারকৃত কাছিমকে সুন্ধি কাছিম হিসাবে চিহ্নিত করে তা তফসিলভুক্ত বন্যপ্রানী হিসাবে উল্লেখ করে জানায় এগুলো ধরা ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ। র্যাব জানায় এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।