ঢাকা, বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

বগুড়ার শাজাহানপুরের আর.আর. এম. ইউ হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৯ অগাস্ট ২০২৩ ০৬:২৪:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার মালীপাড়া মাদলা শাজাহানপুরের আর.আর.এম. ইউ হাই স্কুলের প্রধান শিক্ষক  মো: আব্দুর রাজ্জাক তালুকদারের আর্থিক দূর্নীতি অনিয়ম লাগামহীন স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সাংবাদিক সংম্মেলন করা হয়েছে।

২৮ আগস্ট মঙ্গলবার বেলা ১২ টায় বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমজাদ হোসেন মন্টু। 

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, এলাকার সকল স্তরের জনগণের সার্বিক সাহায্য সহযোগিতায় ১৯৭৭ সালে গড়ে ওঠা এই বিদ্যালয়। প্রধান শিক্ষক বিদ্যালয়ের সুনাম ও স্বার্থ পরিপন্থী কর্মকান্ড করে নিজের  খেয়াল খুশিমত বিদ্যালয় পরিচালনা করছেন।

প্রায় ১৮ মাস পূর্বে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হলেও নিয়োগ বাণিজ্যের অবৈধ অর্থ আদায় ও আত্মসাতের লালসায় পর পর তিনবার অবৈধ এডহক কমিটি গঠন করে নিয়োগ বাণিজ্য নিজের কবজায় রাখার হীনস্বার্থ চরিতার্থের জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন।

গত ১১ জুলাই ২৮ জুলাই ২০২৩ পর্যন্ত দেশ ব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণের ধর্মঘট চালাকালে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আজীবন দাতা ও অভিভাবক ভোটারগণকে না জানিয়ে সম্পূর্ণ গোপনে তথাকথিত ভোটার তালিকা ও অন্যায় অবৈধ ভাবে অপ্রকাশিত নির্বাচনী তফসীল  তৈরি করে নিজের একান্ত বাধ্যানুগত সদস্য দিয়ে একটি বেআইনী কমিটি গঠন করে এবং তা অনুমোদনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর চেয়ারম্যান ও বিদ্যালয় পরিদর্শকের নিকট বিষয়টি সরেজমিন তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ ও উক্ত তথাকথিত অবৈধ কমিটি অনুমোদন না দেবার জন্য আবেদন জমা দিয়েছেন।

তিনি সংবাদ সম্মেলনে দাবি করেন, বিদ্যালয়ের সকল বৈধ ভোটারের প্রত্যক্ষ অংশ গ্রহণে একটি আইনসিদ্ধ গ্রহণযোগ্য ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রস্তাব দিলে প্রধান শিক্ষক তা অগ্রাহ্য করেন।

তিনি আশঙ্খা প্রকাশ করে বলেন, প্রধান শিক্ষকের সীমাহীন স্বেচ্ছাচারিতার ফলে পাঠদান কর্মকান্ডে ব্যাপক অচলবস্থা, শিক্ষার গুনগত মান তলানিতে ঠেকেছে। যার কারণে ক্রমাগতভাবে ছাত্র-ছাত্রী বিদ্যালয় ত্যাগ, নতুন ছাত্র-ছাত্রী ভর্তির অনুপাত অত্যন্ত হতাশা ব্যাঞ্জক হয়ে পড়েছে। 

বিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো দূর্বলতার কারণে শিক্ষকগণের আগমন প্রত্যাগমন সূচী সম্প্র্ণূ অকার্য্যকর হয়ে পড়েছে। 

অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতার বিষয়ে কথা বলতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠে প্রধান শিক্ষক এবং মামলা  মোকাদ্দমায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। বিষয়টি খতিয়ে দেখার জন্য সাংবাদিকদের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, মো:  মোখলেছার রহমান জোয়ারদার, মো: আবু হুরাইরা, মো: আব্দুল মান্নান মোল্লা,  মো: আজিজার রহমান (প্রতিষ্ঠাতা), মো: আজাদ হোসেন সরকার, মো: রুহুল আমিন মোল্লা,  মো: ইউসুফ আলী (মিন্টু),  মো: সোহাগ মন্ডল, মোঃ মতিউর রহমান জোয়ারদার।