ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

বগুড়ায় আওয়ামীলীগ ২টিতে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ২টি নির্বাচিত

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বুধবার ১৫ জুন ২০২২ ১১:২৫:০০ অপরাহ্ন | দেশের খবর

শেষ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার ৪টি উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ ২টি ও স্বতন্ত্র ২টিতে বিজয়ী হয়েছেন।

এর মধ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ হাজার ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রাার্থী জিয়াউর রহমান জিয়া (অটোরিক্সা প্রতীক) তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আরেক স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক (চশমা প্রতীক) পেয়েছেন ৬ হাজার ৮৩৮ ভোট।  

গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলমগীর রহমান আলম ৪ হাজার ৪’শ ৬০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোর্শেদুর রহমান বাবুল (চশমা মার্কা) পেয়েছেন ৪ হাজার ১’শ ৭১ ভোট। 

সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তাজুল ইসলাম বাদশা নৌকা প্রতীক ৩ হাজার ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ২৫৯১ ভোট।

কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহ মোহাম্মাদ মাসুদ হাসান (বিএনপি সমর্থিত) মটর সাইকেল প্রতীক ৬ হাজার ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামীলীগ সমর্থিত বদরুল জামান বদি (নৌকা প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৮৬৩ ভোট।