ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২২ অক্টোবর ২০২৩ ০২:৪৩:০০ অপরাহ্ন | দেশের খবর

“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যে আজ ২২ অক্টোর জাততীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ রোড় ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বগুড়া অঞ্চল বগুড়া ও বগুড়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জাতীয় নিরাপদ সড়ক দিবস’র একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুম করতোয়ায় এক আলোচনা সভা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসুম আলী বেগ। বিশেষ অতিথি ছিলেন, হাইওয়ে পুলিশের এসপি হাবিবুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার ও বিআরটিএ বগুড়ার সহকারী পরিচালক এটিএম ময়নুল হাসান সহ বগুড়া বাস-মিনিবাস মালিক সমিতি ও বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি ও নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকসহ ১০০জন চালক সড়ক দিবসে অংশ গ্রহন করেন।