ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

বগুড়ায় ট্রাক চাপায় যুবক নিহত

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৯ অগাস্ট ২০২৩ ০৬:২৭:০০ অপরাহ্ন | দেশের খবর

রাতে বিয়ে করে নববধু বাড়িতে রেখে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের সাথে সংঘর্ষে নিহত হয়েছেন জাকারিয়া মন্ডল(২০) নামের এক যুবক।

 

মঙ্গলবার সকাল ৯ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু উপজেলার বার মাইল নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত জাকারিয়া মন্ডল জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বারইল কুটিপাড়া গ্রামের রেজাউল মন্ডলের ছেলে। তিনি বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার এলাকায় এবিসি টাইলস ফ্যাক্টরিতে চাকরি করতেন।

 

নিহতের চাচা সিরাজুল ইসলাম মন্ডল জানান,  সোমবার রাতে একই গ্রামে জাকারিয়া মন্ডল বিয়ে করে নববধুকে বাড়িতে নিয়ে আসেন। মঙ্গলবার সকালে টার দিকে মটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার সময় ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান জাকারিয়া।

 

কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বার মাইল এলাকায় গার্ডেন ভিউ রেস্তোরাঁর সামনে নওগাঁগামী একটি ট্রাকের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। স্থানীয় লোকজন মটরসাইকেল চালক জাকারিয়া মন্ডলকে উদ্ধার করে পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

 

তিনি বলেন দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। জাকারিয়ার পরিবারের  কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।