ঢাকা, বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

বগুড়ায় ট্রাফিক সপ্তাহের উদ্ধোধন

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২ সেপ্টেম্বর ২০২৩ ০৪:০১:০০ অপরাহ্ন | দেশের খবর

‘নিরাপদ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করি, সড়ক দূর্ঘটনা প্রতিরোধ করি’ এই শ্লোগান সামনে রেখে বগুড়া ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। বগুড়া শহরের সাতমাথায় বেলুন ও পায়রা উড়িয়ে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

এই উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরাফত ইসলাম, বগুড়া সদরের ওসি সাইহান ওলিউল্লাহ, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসসান ময়না, বাস, মিনি বাস ও কোচ মালিক সমিতির সভাপতি শাহ আখতারুজ্জামান ডিউক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, বগুড়া ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।

অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাস মিনিবাস ও ট্রাক মালিক সমিতির এবং বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সুসজ্জিত ঘোড়ার গাড়ী, মোটর সাইকেল ও গাড়ী নিয়ে একটি র‌্যালী শহরের সাতমাথা থেকে বের হয়ে শেরপুর রোড দিয়ে ফায়ার সার্ভিস অফিস ঘুরে সাতমাথায় এসে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, যানজট নিরশনে ট্রাফিক আইন মেনে চলার জন্য বাস, ট্রাক, মিনিবাস, অটোচার্জার, সিএনজি চালিত অটো, রিক্সা চালকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, শুধু চালকরাই ট্রাফিক আইন মেনে চলবে আমরা যারা জনগন আমরা মানবো না তাহলে কিন্তু চলবে না। প্রতিটি ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলতে হবে। তিনি ট্রাফিক পুলিশের উদ্দেশ্যে বলেন, ট্রাক আইন যেন কঠোরভাবে প্রয়োগ করার জন্য তিনি নির্দেশ দেন। ট্রাফিক আইন যারা মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।