গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১জনের মৃত্যু
হয়েছে। সেই সঙ্গে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শহর থেকে উপজেলা
পর্যায় সবখানেই ডেঙ্গু রোগী মিলছে। স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের
সচেতনতামুলক নানা কার্যক্রমের মধ্যেও ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে চলছে।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরো ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি
হয়েছেন আর মারা গেছেন মাসুদ রানা(২৭) নামে এক যুবক। তার বাড়ি
শহরের জলেশ^রীতলা এলাকায়। তিনি একটি ক্লিনিকের মেডিক্যাল
টেকনিশিয়ান ছিলেন। এনিয়ে বগুড়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চলতি
মাসে ২ জন মারা গেলেন। এর আগে ১১ জুলাই বগুড়ার নন্দীগ্রাম উপজেলার
হাফিজার রহমান নামে এক বৃদ্ধ বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে মারা
যান।
বগুড়ার স্বাস্থ্য বিভাগ বলছে এই দু’জন বগুড়াতেই ডেঙ্গু আক্রান্ত হন। কারন
তারা ঢাকায় যাননি বলে নিশ্চিত হয়েছেন। বগুড়ার সিভিল সার্জন জানান,
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বগুড়ার সরকারী হাসপাতাল গুলোতে ৪১ জন ডেঙ্গু
রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে
৭, বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৩ এবং কাহালু উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ১ জন চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ মারা যাওয়া মাসুদ রানা
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিয়ে ৬ষ্ঠদিনে হাসপাতালে
ভর্তি হওয়ার পর বুধবার বিকাল সোয়া ৫ টায় মারা যান। বগুড়া সিভিল
সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম জানিয়েছেন, ডেঙ্গু সচেতনতায়
তারা করনীয় বিষয়ে ইতোমধ্যে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন।
মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনীয়
ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি জানান এখন যে সব রোগী আসছে তার মধ্যে
ঢাকা থেকে আক্রান্ত হওয়ার পাশাপাশি বগুড়ায় আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে।
মোহাম্মাদ আলী হাসপতালে ডেঙ্গু রোগীর চিকিৎসায় পৃথক ব্যবস্থা নেয়া
হয়েছে। তিনি রোগীদের দ্রুত ডেঙ্গু পরীক্ষার জন্য পরামর্শ দিয়ে বলেন, এ
জন্য হাসপাতাল গুলো প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।বগুড়া মেডিক্যাল কলেজ
হাসপাতালের উপ পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান তারা একটি ডেঙ্গু
কর্নার খুলে চিকিৎসা দিচ্ছেন। সেখানে ৪০টি বেড রয়েছে।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৩৩ জন রোগী ভর্তি ছিলেন। তিনি জানান,
প্রয়োজনে ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ওয়ার্ড খোলা হবে। একাধিক
চিকিৎসক বগুড়ার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।
আমজাদ হোসেন মিন্টু, বগুড়া/২৭-০৭-২০২৩/ মোবাইল-০১৭১১১৪১৬৮২/