বগুড়ার গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে শহরের নামাজগড় কাঁচাবাজার মাংস পট্টি এলাকা থেকে ৩ হাজার ৫শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রবিবার দুপুর ২টার দিকে টিম ডিবি বগুড়া‘র একটি দল বগুড়ার পুলিশ সুপার সুদীপ কামার চক্রবর্ত্তীর সার্বিক দিক নিদের্শনা ও অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মোঃ সাইহান ওয়ালিউল্লাহ’র নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বগুড়া সদরের পালশা হাজীপাড়া গ্রামের আব্দুস সোবহানের পুত্র মোঃ আব্দুল মমিন (৩৫) ও শেরপুর উপজেলার মহিপুর কলোনী এলাকার মোঃ হেলাল উদ্দিনের স্ত্রী মোছাঃ চায়না বেগম (৩৫)।
ডিবি ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবির একটি দল উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে ৩ হাজার ৫শ পিচ ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে তাদের হেফাজতে থাকা উল্লেখিত পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ধৃত আসামী মোছাঃ চায়না বেগম এর বিরুদ্ধে ইতিপূর্বে ৪টি মাদক মামলা রয়েছে।