ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

বগুড়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশ, এক মাদক ব্যবসায়ীর আত্মসমার্পন

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শনিবার ১০ জুন ২০২৩ ০৫:৪৮:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া শহরের মালতিনগর দক্ষিণপাড়া ও চকলোকমান উত্তরপাড়ায় এলাহী মসজিদ এর সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

শুক্রবার বিকেলে মালতিনগর দক্ষিণপাড়া ও চকলোকমান উত্তরপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আরিফুজ্জামান আরজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএমএ বগুড়ার সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বগুড়া কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু।

সহকারী অধ্যাপক মাহমুদুল বারী মান্নানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী, বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুর রহমান, বিডি ক্লিন’র বিভাগীয় সমন্বয়ক মাহবুব আলম জিয়ন।

সভায় চকলোকমান উত্তরপাড়া গ্রামের বেল্লাল সরকারের পুত্র সোহান সরকার নামের একজন মাদক ব্যবসায়ী পুলিশ সুপারের কাছে আত্মসমার্পন করেন। পুলিশ সুপার তাকে পূর্ণবাসনের ঘোষণা দেন।

পুলিশ বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করে নিরাপদ বগুড়া গড়ে তোলা হবে। প্রতিটি এলাকায় কমিউিনিটি পুলিশিং রয়েছে। সরকারী জরুরী সেবা ৯৯৯ এ কল করে খবর দিন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের যুদ্ধ অব্যাহত রয়েছে। প্রতিটি জায়গা থেকে মাদক উৎখাত করতে হবে। মাদক সমাজের শান্তি শৃঙ্খলা ধ্বংস করে দিচ্ছে। আমরা যে কোন মূল্যে মাদককে উৎখাত করে স্বস্থির নিশ^াস ফেলতে চাই।