শনিবার রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার দক্ষিন বেজোরা এলাকায় বখাটে সন্স্রাসীদের ছুরিকাঘাতে জুনায়েদ হোসেন(২০) নামে এক যুবক খুন হয়েছে। এসময় ছুরিকাঘাতে আরো ২ জন আহত হন। এরা হলো- মিল্লাত হাসান(১৬), জাকিরুল(২৮)। আহতরা বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, কয়েকজন যুবক ইজিবাইকে রাত ৯ টার দিকে স্থানীয় হেলেঞ্চাপাড়া থেকে বনানীর দিকে আসছিলো। একই সময় ৪/৫টি মটরসাইকেলে বেশ কিছু যুবক বনানী থেকে বিপরীত দিকে যাচ্ছিল। মটরসাইকেল ও ইজিবাইক পরস্পরকে অতিক্রম করার সময় কোন কথায় দু’পক্ষের মধ্যে সামান্য উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এর জের ধরে মটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা ইজিবাইক থামিয়ে এর আরোহীদের ওপর ছুরি নিয়ে হামলা চালায় এবং উপর্যপুরী ছুরিকাঘাত করে চলে যায়। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হলে জুনায়েদ রাত ১০টার দিকে মারা যায়। তার বাড়ি শাজাহানপুর উপজেলার সুজাবাদ পুর্বপাড়ায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শাজাহানপুর থানার ওসি জানিয়েছেন, হামলাকারীদের গ্রেফতারেরর চেস্টা চলছে।