ঢাকা, বুধবার ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ই ফাল্গুন ১৪৩১

বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম

আহমেদ শাহেদ | প্রকাশের সময় : শনিবার ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১০:৫৩:০০ অপরাহ্ন | জাতীয়

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো—রাজধানীর ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’। অন্তর্র্বতীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ক্রীড়া ব্যবস্থায় একটি নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির লক্ষ্যে এই নাম পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয়েছে।

১৯৫৪ সালে ‘ঢাকা স্টেডিয়াম’ নামে যাত্রা শুরু করে এই ক্রীড়া ভেন্যু। তখন থেকেই এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে ফুটবল, ক্রিকেটসহ নানা আন্তর্জাতিক ও জাতীয় প্রতিযোগিতার প্রধান ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এটি।

১৯৯৮ সালে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’ রাখে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নামকরণ করা হয়। এরপর থেকেই এটি বঙ্গবন্ধুর নামে পরিচিতি পায় এবং দেশের ক্রীড়া সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় বিদায়ী সরকারের পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্র্বতীকালীন সরকার। এরই অংশ হিসেবে উপজেলার ১৫০টি ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’-এর নাম বদলের পর এবার দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেন্যুটির নামও বদলে দেওয়া হলো।

সরকারের ভাষ্যমতে, দেশের প্রধান স্টেডিয়ামকে একটি সর্বজনীন পরিচয় দেওয়ার উদ্দেশ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। নতুন নাম ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’—এর মাধ্যমে এটি শুধু কোনো বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে নয়, বরং সমগ্র জাতির ক্রীড়া ঐতিহ্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিদায়ী সরকারের পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের যে নীতি অন্তর্র্বতী সরকার নিয়েছে, এটি তারই ধারাবাহিকতা। তবে ক্রীড়াঙ্গনের অনেকেই বলছেন, নাম পরিবর্তনের চেয়ে স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন ও ক্রীড়া ব্যবস্থার বিকাশে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত।

অনেক সমর্থক ও ক্রীড়া সংগঠক এই সিদ্ধান্তকে নিরপেক্ষভাবে দেখছেন। তাদের মতে, স্টেডিয়ামের নাম পরিবর্তন হলেও এর ঐতিহাসিক গুরুত্ব অক্ষুণ্ণ থাকবে। অন্যদিকে, কিছু রাজনৈতিক মহল এই পরিবর্তনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছে।

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম শুধু একটি ভেন্যু নয়, এটি অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী। এই স্টেডিয়ামেই বাংলাদেশ ১৯৮৫ সালে প্রথম আন্তর্জাতিক ফুটবল ট্রফি (প্রেসিডেন্টস গোল্ড কাপ) জেতে, এখানেই দেশের ক্রিকেট ও ফুটবলের বড় বড় সাফল্যের গল্প লেখা হয়েছে।

বায়ান্ন/আরএস