বরিশালে কম দামে কাঁচা মরিচ বিক্রির দ্বন্দ্বে পাঁচ সবজি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছেন মুদি ব্যবসায়ী সোহেল রানা। গুরুতর আহত পাঁচজনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সবজি ব্যবসায়ী কামাল মারা গেছেন।
শনিবার (২৯ জুলাই) সাড়ে ১১টার দিকে নগরীর কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পরই ব্যবসায়ী সোহেল রানাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
নিহত সবজি বিক্রেতা কামালের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। আহত অন্য ব্যবসায়ীরা হলেন- মালেক, জাহাঙ্গীর, আলমগীর ও জয়নাল।
স্থানীয়রা জানান, শনিবার সকালে বাজারের সামনে ভ্যানে ১২০ টাকা দরে কাঁচা মরিচ বিক্রি করছিলেন মুদি ব্যবসায়ী সোহেল রানা। লোকসানের কথা জানিয়ে সোহেলকে ২০০ টাকা দরে মরিচ বিক্রি করতে বলেন বাজারের সবজি বিক্রেতা কামাল। এ নিয়ে কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল দেশীয় অস্ত্র দিয়ে কামালকে কুপিয়ে জখম করেন। এসময় বাজারের অন্য সবজি বিক্রেতারা ছুটে গেলে তাদেরকেও এলোপাতাড়ি কোপাতে থাকেন সোহেল। গুরুতর আহত পাঁচজনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় কামাল মারা যান।
রহিম নামে এক ব্যবসায়ী জানান, কোন কিছু বুঝে ওঠার আগে মারামারি শুরু হয় এবং পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন সোহেল। তার এলাপাথাড়ি কোপে অনেকে গুরুতর আহত হন।
সুমন নামে আরেক ব্যবসায়ী জানান, যখন দেখছি সোহেল বেপরোয়া হয়ে গেছে, তখন সবাই মিলে তাকে থামানোর চেষ্টা করি। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে কামাল মারা যান। এ ঘটনার বিচার চাই।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মাহাবুব আলম মির্জা বলেন, 'গুরুতর আহত কামাল মারা গেছেন। বাকি চার জনের চিকিৎসা চলছে।'
এর আগে নগরীর কাশিপুর বাজারে বেশি ও কম দামে বাজারের ভেতরে ও বাইরের ভ্যানে সবজি বিক্রি নিয়ে কয়েক দফায় দ্বন্দ্ব হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা হবে বলে জানায় পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি নর্থ ফারুক হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন মানুষকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এটা আসলেই দুঃখজনক। অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করেছি। দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।