ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

বরিশালে স্কুল ছাত্র হত্যায় দুই আসামীর যাবজ্জীবন

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : শুক্রবার ১৯ নভেম্বর ২০২১ ০১:০৫:০০ পূর্বাহ্ন | দেশের খবর

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র রানা দাস হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিচারক। 

বৃহস্পতিবার বিকেলে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক টিএম মুসা আসামীদের অনুপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।   

সাজাপ্রাপ্ত আসামীরা হচ্ছে : গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের কালাচান শরীফের ছেলে সুলতান শরীফ ও মাতুরু ভক্তের ছেলে কার্তিক ভক্ত।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৩ জানুয়ারী বিকেলে গৌরনদীর ক্যাডেট স্কুলের পাশে মাঠে ক্রিকেট খেলতে যায় রানা। সাড়ে ৫টার দিকে আসামীরা তাকে তুলে নিয়ে যায়। এরপর কোথাও তাকে খুজে পাওয়া যায়নি। ১৪ জানুয়ারি অপহরণ মামলা দায়ের করেন রানার পিতা কৃষ্ণ দাস। ১৮ জানুয়ারী রাত ১১টায় নিখিল সরদারের ডোবা থেকে রানার লাশ উদ্ধার করা হয়।  পুলিশ তদন্তে জানতে পারে আসামীরা রানার গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধে হত্যা শেষে ডোবায় ফেলে পালিয়ে যায়। ওই বছরের ৩১ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার এসআই এনামুল হাসান আসামীদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন।  

২০ জনের সাক্ষ্য গ্রহন শেষে বিচারক ওই রায় দেন। 

রায় ঘোষনার সময় আসামীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।##