ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

বাংলাদেশ প্রসঙ্গে সংসদে মোদির বিবৃতি চাইলেন মমতা

সালেহ্ বিপ্লব, ঢাকা | প্রকাশের সময় : সোমবার ২ ডিসেম্বর ২০২৪ ০১:৪১:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও এক বার দল এবং সরকারের অবস্থান স্পষ্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আনন্দবাজার অনলাইন জানায়, সোমবার দুপুরে বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তিনি জানান, বাংলাদেশের বিষয়ে কেন্দ্রের পরামর্শ মেনেই চলবেন তাঁরা। তবে একই সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেছেন মুখ্যমন্ত্রী। 

বায়ান্ন/এসবি