ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

পূর্বাচলে সেনা পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সাইদুর রহমান, রূপগঞ্জ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ ০৩:৩৯:০০ অপরাহ্ন | দেশের খবর

রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ সেনা পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পূর্বাচল উপশহরের জলসিড়ি এলাকার শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস) এর পৃষ্ঠপোষক, লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে সারাহনাজ বলেন, সেপকস এর উদ্যোগে আজ জলসিড়ি এলাকায় সমাজের দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সেপকস এর বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমূহের মাধ্যমে সারা বাংলাদেশব্যাপী শীতার্ত গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেনাসদরে কর্মরত উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণের সহধর্মিনীগণ, সেপকস ঢাকা অঞ্চলের সভানেত্রী, সেপকস ঢাকা অঞ্চলের পরিচালনা পর্ষদের সকল সদস্যগণ, অফিসারগণ সহ সেনাসদস্যগণ; বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বায়ান্ন/প্রতিনিধি/একে