ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য হাসিনা ও তার দোসররা ষড়যন্ত্র করছে: জয়নাল আবেদীন

এমরান পাটোয়ারী, ফেনী | প্রকাশের সময় : রবিবার ১০ নভেম্বর ২০২৪ ০৪:২৫:০০ অপরাহ্ন | দেশের খবর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেছেন, পালিয়ে গিয়ে ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য হাসিনা ও তার দোসররা ষড়যন্ত্র করছে। এসব যড়যন্ত্র মোকাবিলা করতে আমরা প্রস্তুত রয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার জন্য উম্মুক হয়ে আছে। যতক্ষণ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হবে আমাদের এ সংগ্রাম চলমান থাকবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রোববার দুপুরে ফেনী জেলা বিএনপি শহরে র‍্যালী ও সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিস্ট সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে। তবে অনেকে অনেক গল্প করলেও এ আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নেতাকর্মী ও তারেক রহমান পাশে ছিল বলেই ফ্যাসিবাদের পতন হয়েছে।

ফেনী বড় মসজিদের সামনে র‍্যালীর উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। 

এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। সদস্য সচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় এতে ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার, নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ও মশিউর রহমান বিপ্লব।

বায়ান্ন/প্রতিনিধি/একে