সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া বলেছেন, আমাদের হাজার বছরের ঐতিহ্য বাউল গান মানুষের মনের খোরাক দেয়, বাঙালির ঐতিহ্য বাউল গান, এই গান আমাদের সংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছে। বিশ্বের দরবারে আমাদেরকে ব্যাপক পরিচিতি করিয়ে দিয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেসকো বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে আমাদের বাউল গানকে। বাঙালির ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির সাথে মিশে আছে বাউল গান।
তিনি বৃহস্পতিবার রাতে বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের উদ্যোগে সংগঠনের তালতলাস্থ অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক বাউল শিল্পী মুক্তা সরকারের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ সব কথা বলেন।
বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সভাপতি কামাল উদ্দিন রাসেলের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক গীতিকার তছির আলীর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে বাউল শিল্পী মুক্তা সরকার বলেন, আপনারা আজ যে সম্মান আমাকে দিয়েছেন তাতে গোটা বাউল অঙ্গনকে সম্মানিত করেছেন। আমার জীবনে এই প্রথম কোন সংগঠন আনুষ্ঠানিকভেবে আমাকে সম্মান দিয়েছে। আমার জীবনে আমি আপনাদের এই সম্মানের কথা কখনো ভুলবো না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাউল পৃষ্ঠপোষক মঈনুল ইসলাম, বাংলাদেশ জাতীয় যন্ত্র শিল্পী সমিতি মনির হোসেন।
বক্তব্য রাখেন- বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সহ সভাপতি বাউল শিল্পী লাল মিয়া, সাংবাদিক এম মুজিবুর রহমান, শাহ সূফী আরকুম (র.) শিল্পী গোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি বুরহান উদ্দিন ভাণ্ডারী, বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক বাউল জিএস বসর, বাউল নুনু গাজী, শিবলু পাগলা, ফখরুল ইসলাম আব্দুল হাসিম, বাউল শাহানা, বাউল পায়রা, বাউল রিমন গাজী, ফয়ছল আহমদ, জাকির মিয়া প্রমুখ।