হবিগঞ্জের বানিয়াচংয়ে ১৪ ইউনিয়নে ইউপি নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ২৬ ডিসেম্বর রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্টু ও অবাধ নিরপেক্ষভাবে ১৩১টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্য ও নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে সার্বক্ষনিক নজরদারিতে রাখা হচ্ছিল প্রতিটি কেন্দ্র।
উপজেলা নির্বাচন অফিসের ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নে বিজয়ী হয়েছেন মিজানুর রহমান খান আওয়ামীলীগ। ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নে বিজয়ী হয়েছেন হায়দারুজ্জামান খান ধনমিয়া আওয়ামীলীগ। ৩ নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়নে বিজয়ী হয়েছেন আরফান উদ্দিন আওয়ামীলীগ।
৫ নম্বর দৌলতপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন মঞ্জু কুমার দাশ স্বতন্ত্র। ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নে বিজয়ী হয়েছেন এরশাদ আলী স্বতন্ত্র। ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নে বিজয়ী হয়েছেন ফরিদ আহমেদ আওয়ামীলীগ। ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন মাসুদ কোরাইশী মক্কী স্বতন্ত্র। ৯ নম্বর পুকড়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন হাফেজ শামরুল ইসলাম আওয়ামীলীগ। ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন জয়কুমার দাশ আওয়ামীলীগ। ১১ নম্বর মক্রমপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আহাদ মিয়া আওয়ামীলীগ। ১২ নম্বর সুজাতপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন সাদিকুর রহমান স্বতন্ত্র। ১৩ নম্বর মন্দরী ইউনিয়নে বিজয়ী হয়েছেন শেখ শামসুল হক।
১৪ নম্বর মুরাদপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন শেখ মিজানুর রহমান আওয়ামীলীগ। ১৫ নম্বর পৈলারকান্দি ইউনিয়নে বিজয়ী হয়েছেন নাসিরুদ্দীন চৌধুরী।