ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

বারৈচা -রায়পুরা সড়ক সামান্য বৃষ্টিতেই মৃত্যুকূপ

নাজমুল হাসান, নরসিংদী : | প্রকাশের সময় : শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ০৪:৩৫:০০ অপরাহ্ন | দেশের খবর

অল্প বৃষ্টিতে হাটুপানি,এ যেন মৃত্যুকূপ। নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা-রায়পুরা সড়ক বাসস্ট্যন্ডে সামান্য বৃষ্টি হলে বুঝর উপায় নেই এটা রাস্তা না কি পুকুর।রাস্তার পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকার জমাটবাঁধা পানির কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় অনেক দূর্ঘটনা।

 

২৮মার্চ বৃহস্পতিবার দুপরে অটোরিকশা উল্টে উক্ত গর্তে পড়ে ঘটনাস্থলেই হোসেন নগর গ্রামের হাফিজ খলিফার ছেলে নান্নু মিয়া মিস্ত্রি (৬৫)নিহত হয়,এবং একই দিনে সবজি বাহী অটোরিক্সা উল্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারী চালিত অটো রিক্সায় করে কাঠ নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন নান্নু মিয়া। উক্তি সড়কের গর্তে গাড়ির চাকা পড়ে গাড়িটি উল্টে যার,উক্ত গাড়ির নিচে পড়ে এ ব্যক্তি নিহত হন।

 

ভোক্তভোগীরা জানান, এ জায়গাটিতে ড্রেনের ব্যবস্থা না থাকায় এখানে জমাটবাধা পানির কারণে রাস্তা ভেঙ্গে গর্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়।যদি রাস্তার দুপাশে ড্রেনের ব্যবস্থা থাকতো তাহলে এমনটা হতো না।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম সম্্রাট বলেন,আমি দুই বার করে সড়ক ও জনপদ থেকে ইটের সলিং এর ব্যবস্থা করেছি।আমি দ্রুত সময়ের মধ্যে আবার স্থায়ী সমাধানের ব্যবস্থা করবো।দূর্ঘটনায় নিহত নান্নু মিয়ার ছেলে মাছুম মিয়া বলেন,আমার বাবা পেশায় একজন কাঠমিস্ত্রি।কাজের জন্য আমলাব বাজার থেকে কাঠ নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার গর্তে পড়ে গাড়ি উল্টে নিচে চাপা পড়ে মারা যান।

 

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান বলেন, দূর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

 

নরসিংদী সড়ক ও জনপদ বিভাগ(সওজ) নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুল ইসলাম বলেন,আমরা কয়েকবার করে এ টা পুনঃনির্মাণ করেছি। ইদের পর আমরা স্বায়ী সমাধান সরূপ রিজিট বা ইটের সলিং এর ব্যবস্থা করে দিব। আর যদি ড্রেনেজ করার মতো জায়গা দেয় তাহলে ড্রেনের ব্যবস্থা করে দিব।