ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

বালিয়াডাঙ্গীতে ৪৮ টি ভূমিহীন-গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেল

মাজেদুল ইসলাম হৃদয়, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ এপ্রিল ২০২২ ১০:৪৪:০০ অপরাহ্ন | দেশের খবর

ঈদ উপহার হিসেবে ভূমিহীন-গৃহহীন পরিবারকে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের তৃতীয় পর্যায়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৪৮ টি ঘরের উদ্ভোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৪৯২ টি উপজেলায় ৩২ হাজার ৯০৪ টি ঘরের উদ্বোধন করেন। এর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিল।

এসময় বালিয়াডাঙ্গী উপজেলার সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায়, খাদ্য নিয়ন্ত্রক অফিসার নিখিল চন্দ্র বর্মণ, শিক্ষা অফিসার আব্দুর রহমান, সমাজসেবা অফিসার ফিরোজ সরকার, নতুন ঘর পাওয়া পরিবার সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।