ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

বালিয়াডাঙ্গীতে ৮ ইউনিয়নের বৈধ প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১ ০৬:০৯:০০ অপরাহ্ন | দেশের খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার ৮ টি ইউনিয়নের সকল বৈধ প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণ-বিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের হলরুমে পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,  পাড়িয়া ও ধনতলা ইউনিয়নের রিটার্নিং অফিসার ফিরোজ সরকার, চাড়োল ও বড়বাড়ী ইউনিয়নের রিটার্নিং অফিসার সুবোধ চন্দ্র রায়, দুওসুও ও ভানোর ইউনিয়নের রিটার্নিং অফিসার আব্দুর রহমান, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ হাবিবুল হক প্রধান। এবং এ সময় ইউনিয়নের বৈধ প্রার্থীরা তাদের মতামত তুলে ধরেন।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ হাবিবুল হক প্রধান, নির্বাচনী আচরণবিধি লংঘনের ঘটনা ঘটলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রার্থীদের সতর্ক করেন। এবং নির্বাচনের দিনে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্যে প্রার্থীদের প্রতি আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার  মোঃ যোবায়ের হোসেন বলেন, সকল প্রার্থীরা নির্বাচনী আচরণ-বিধি জেনে নিবেন। সকলেই  সুষ্ঠু  নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোট কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা করা হবে।

তিনি আরো জানান, নির্বাচনকে ঘিরে কোন নিয়ম ও আচরণবিধি ভঙ্গকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে কোন ছাড় দেওয়া হবে না। আচরণবিধি সঠিকভাবে পালন করে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।