হবিগঞ্জের বাহুবলে বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরধরে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫ জন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের গোসাই বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত দুলাল মিয়া (৪০) স্থানীয় শংকরপুর গ্রামের মৃত ইদ্রিস উল্লাহ’র ছেলে।
বাহুবল মডেল থানার (ওসি) মোঃ রকিবুল ইসলাম খান জানান, সাতকাপন ইউনিয়নের শংকরপুর গ্রামের মাস্টার বাড়ী ও সর্দার বাড়ীর লোকজনের মধ্যে বেশ কিছুদিন যাবত বাড়ির পার্শ্ববর্তী একটি বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের বিচার সালিশ শুক্রবার (১৫ জুলাই) হওয়ার কথা ছিল। কিন্তু মাস্টার বাড়ির দুলাল মিয়া বৃহস্পতিবার সন্ধ্যার পর গোসাই নগর বাজারে যাওয়ার পথে পথিমধ্যে প্রতিপক্ষের লোকজন তার উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুলাল মিয়ার মৃত্যু হয়। পরে বিষয়টি জানতে পেরে দুলাল মিয়ার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ছড়াও হলে ফের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর এতে অন্তত ১৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় নিহত দুলাল মিয়ার ভাই কাজল মিয়া (৪৫), শাহজাহান মিয়া (৪২), শফিক মিয়া (৫০) ও তার ভাই বসির মিয়া (৪৫)কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওসি আরো বলেন, ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।