ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

বাহুবলে ঝড়ে নৌকাডুবি, চার নারীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ জুলাই ২০২২ ১২:০৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের বাহুবলে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় ৪ নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে এ দূর্ঘটনাটি ঘটে। বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. আবুল খয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সন্ধ্যার পর ৬ জন নারী ও দুইজন পুরুষ ছোট একটি ইঞ্জিনচালিত নৌকা করে আত্মীয়ের বাড়ি বাহুবলের স্নানঘাট থেকে নিজ বাড়ি শিকারপুর ফিরছিলেন। গুঙ্গিয়াজুড়ি হাওরে পৌঁছার পর ঝড় শুরু হলে নৌকাটি ডুবে যায়। এতে দুই পুরুষ ও দুই নারী সাতরে তীরে ওঠলেও বাকি চার নারী ডুবে যান।

নিহতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম, শরাফত উল্লার স্ত্রী নেদি বেগম, তমির উদ্দিনের স্ত্রী আয়াতুন্নেছা ও রওশন উল্লার স্ত্রী হুরবানু।

নিহতদের মধ্যে আয়াতুন্নেছা ও হুরবানু সহোদর দুই ভাইয়ের স্ত্রী।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুল হামিদের মেয়ে তৃণা বেগমের বিয়ে ঠিক হয় আগামী শুক্রবার। বিয়ে উপলক্ষে স্বজনদের দাওয়াত দিতে বুধবার দুপুরে ছোট ইঞ্জিনচালিত নৌকাযোগে ৬ জনসহ বাহুবল উপজেলার স্নানঘাট যান আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বাহুবল উপজেলার রুহাইল এলাকায় গুঙ্গিয়াজুরি হাওরে পৌঁছলে ঝড়বৃষ্টিতে নৌকা উল্টে যায়। এতে মাঝিসহ ৪ জন সাঁতরে তীরে উঠলেও মহিলারা ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা সবাই হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা। এএসপি আবুল খয়ের বলেন,‘ আমরা এখনও ঘটনাস্থলে পৌঁছাইনি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানানো যাবে।’