দেশে ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য আবার চালু হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকাল থেকে দুদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বাণিজ্য শুরু হয়।
এর আগে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায়,
গত শনিবার (২০ জুলাই) থেকে বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি এবং রফতানি বন্ধ করা হয়। এতে বন্দরে দুই সীমান্তে সহস্রাধিক পণ্যবোঝাই ট্রাক আটকা পড়ে।
আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় টানা চার দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য ও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকে। তবে ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় গত বুধবার সকাল থেকে দুদেশের বাণিজ্য স্বাভাবিক হয়
বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম জানান, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় টানা চার দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য ও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ ছিল। তবে ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় বুধবার সকাল থেকে দুদেশের বাণিজ্য স্বাভাবিক হয়