ঢাকা, বুধবার ১ জানুয়ারী ২০২৫, ১৮ই পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : শুক্রবার ২৬ মে ২০২৩ ০৬:৩৬:০০ অপরাহ্ন | দেশের খবর
ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ দুর্ঘটনায় পতিত হলেও অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারসহ তাঁর পরিবার। শুক্রবার (২৬ মে) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাবার পথে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় তাঁর গাড়িকে চাপা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ডেপুটি হাইকমিশনারের গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও প্রাণে রক্ষা পান পরিবারসহ ডেপুটি হাই কমিশনার। 
 
 
খাঁটিহাতা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে পাকিস্তানের ডিপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখর নিজে প্রাইভেটকার চালিয়ে তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর, ছেলে মোহাম্মদ খোখর এবং কন্যা হুদা আব্বাস খোখরকে নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাচ্ছিলেন। তাদের বহনকারী গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাধীন রামপুর ব্রিজের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ-ঢাকাগামী দুরন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৩-১৯-৩২) সাথে প্রাইভেটকারটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডেপুটি হাইকমিশনারের গাড়িটির সম্মুখের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। এদিকে এই ঘটনায় বাসের চালক মো. সাইফুল ইসলামকে (৩০) বাসসহ আটক করা হয়। আটককৃত বাসচালক সাইফুল ইসলাম হবিগঞ্জ জেলার মো. শফিকুল ইসলামের ছেলে। পরে অন্য একটি গাড়ির মাধ্যমে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখর এবং তাঁর পরিবারের সদস্যরা মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান।' (ছবি : মেইলে সংযুক্ত)